FAQ for আগামী Personal Loan

১। আগামী Personal Loan কারা নিতে পারবেন?

  • দেশে/বিদেশে উচ্চশিক্ষার জন্য শুধুমাত্র শিক্ষার্থীদের অভিভাবকরা এই লোন নিতে পারবেন।

কোন ধরণের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য এই লোন সুবিধাটি পাওয়া যাবে?

  • বাংলাদেশের ক্ষেত্রে UGC অনুমোদিত সকল বিশ্ববিদ্যালয়ের জন্য এবং বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নের জন্য এই লোন সুবিধাটি পাওয়া যাবে।

আমি আগামী পারসোনাল লোন নিলে কি কি সুবিধা পেতে পারি?

  • বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নইচ্ছুক ও অধ্যয়নরত শিক্ষার্থীদের টিউশন ফি এবং যাবতীয় আনুষঙ্গিক খরচ বহনের জন্য এই লোন ;

  • শিক্ষার্থীর সেমিস্টারের ভিত্তিতে ৩/৪/৬/১২ মাসের ব্যবধানে একাধিক ধাপে লোন disbursement সুবিধা ;

  • সহজ কিস্তিতে লোন পরিশোধের সু্যোগ ।

সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আগামী পারসোনাল লোন নেয়া যায়?

  • শিক্ষার্থীর টিউশন ফি এর সর্বোচ্চ ১৩০% পর্যন্ত লোন নিতে পারবেন। লোনের পরিমাণঃ ১ লক্ষ – ২০ লক্ষ টাকা পর্যন্ত।

  • ধরুন, শিক্ষার্থীর সম্পূর্ণ টিউশন ফি ১০ লক্ষ টাকা। সেক্ষেত্রে ১৩ লক্ষ টাকা পর্যন্ত (টিউশন ফি এর ১৩০%) আপনি এই লোনটি নিতে পারবেন।

কতগুলো ধাপে disbursement এর জন্য আবেদন করতে পারবো?

  • সর্বোচ্চ ১২টি ধাপে এ লোনের disbursement আবেদন করা যাবে।

লোনের মেয়াদ সর্বোচ্চ কত বছর?

  • সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত লোন পরিশোধের সুযোগ পাবেন।

লোনের আবেদন করতে মাসিক আয় কত হতে হবে?

  • সর্বনিম্ন আয় ২০,০০০ টাকা হতে হবে (শর্ত প্রযোজ্য)

লোনের আবেদন করতে  কি কি কাগজপত্র প্রয়োজন?

আবেদনকারী

গ্যারান্টর

জাতীয় পরিচয়পত্রের-এর ফটোকপি

জাতীয় পরিচয়পত্রের-এর ফটোকপি

পাসপোর্ট সাইজ ছবি – ২ কপি

পাসপোর্ট সাইজ ছবি – ১ কপি

ই-টিন / রিটার্ন এর কপি (৫ লক্ষ টাকার অধিক লোনের জন্য)

ভিজিটিং কার্ড (যদি থাকে)

অ্যাপয়েন্টমেন্ট লেটার/ পে-স্লিপ / স্যালারি সার্টিফিকেট

 

ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট

 

অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র

 

 

Phase disbursement বলতে কি বুঝায়? একাধিক ধাপে লোন disbursement এর নিয়মকানুনগুলো কি কি?

  • Phase Disbursement বলতে বুঝায় লোন অনুমোদন (Approval) পাওয়ার পর লোনটি একযোগে disburse না হয়ে যখন একাধিক ধাপে disburse হয়।

  • আগামী লোনের ক্ষেত্রে, আবেদনকৃত লোনটি একযোগে অনুমোদিত হয়ে, গ্রাহকের দেওয়া Phase Disbursement Schedule অনুসারে disburse করা হবে। 

  • প্রতি ধাপের ব্যবধান ৩/৪/৬/১২ মাস হতে পারবে এবং সকল ধাপের সময়কাল (Phase Duration) সমান হবে

  • মাসিক কিস্তির পরিমাণ ঋণের প্রতি ধাপ disbursement এর সাথে পরিবর্তনশীল

  • গ্রাহকের নির্দেশনার ভিত্তিতে অনুমোদিত লোনের যাবতীয় ফি এবং চার্জ ঋণের প্রথম ধাপ disbursement এর সময় কেটে নেয়া হবে।

১০আমার ছেলে/মেয়ের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা চলাকালীন সময়ে কি লোনের আবেদন করা যাবে?

  • পড়ালেখা চলাকালীন সময়ে লোনের আবেদন করা যাবে। এক্ষেত্রে নিম্নে উল্লেখিত নিয়মগুলো প্রযোজ্য হবেঃ 

  •  ৪ মাসের সেমিস্টারের এর ক্ষেত্রে, সর্বশেষ ধাপ Disbursement এর পর লোন পরিশোধের জন্য অতিরিক্ত ১৬ মাস সময় পাবেন 

  • ৬ মাসের সেমিস্টারের এর ক্ষেত্রে, সর্বশেষ ধাপ Disbursement এর পর লোন পরিশোধের জন্য অতিরিক্ত ১৮ মাস সময় পাবেন 

১১ আমার ছেলে/মেয়ের বর্তমানে বিদেশে অধ্যয়নরত আমি তার কাছে লোনের টাকাটি কিভাবে পাঠাতে পারি?

  • ব্র্যাক ব্যাংকের স্টুডেন্ট ফাইল সার্ভিসের মাধ্যমে শিক্ষার্থীর কাছে দেশের বাইরে টাকা পাঠাতে পারবেন।

BRAC Bank আগামী Personal Loan

BRAC BANK আগামী Personal Loan is here to help you achieve your higher education dreams.

Special Features

  • Loan amount is up to 130% of total tuition fee;
    Example: If the tuition fee is BDT 800,000, an amount of up to BDT 1,040,000 (130% of BDT 800,000) loan can be provided.
  • Maximum loan amount is BDT 20 lac;
  • Repayable in 5 years;
  • Loan will be disbursed in phases;
    Example: If someone is asking to divide the loan in 8 equal phases, the loan disbursement amount of each phase will be BDT 100,000 (BDT 800,000/8).
  • You can apply for loan during admission/beginning of any semester.
  • Convenient repayment schedule: Affordable instalments and interest-saving at the beginning of loan tenure.

Eligibility

  • Parents and legal guardians of all professions can apply for their children’s university education;
  • Minimum monthly income requirement is BDT 20,000.

Required Documents of Loan Applicant

  • Photocopy of NID;
  • E-TIN certificate/ Return Copy (For above 5 lac)
  • Two passport size photographs;
  • Proof of employment and income;
  • Bank statement (Last 6 months)
  • Proof of other bank credit facilities such as loans and credit cards.

*Conditions Apply